WIEF এবং SEACO ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ঢাকা রাউন্ড টেবিল ২০১৯ (PBN)

আঞ্চলিক সহযোগিতা ও পরিবর্তনের অর্থনীতি শীর্ষক ‘WIEF এবং SEACO ফাউন্ডেশন ঢাকা রাউন্ড টেবিল ২০১৯। গতকাল বুধবার স্থানীয় এক হোটেলে আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ
বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিয়াকো ফাউন্ডেশন এর নির্বাহী চেয়ারম্যান জনাব সালাহউদ্দীন কোসম খান, সিয়াকো ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোহাম্মদ মোহসিন এবং ডাবলিউওয়াইএফ এর তান সিয়ান ওয়ান মোহাম্মদ জাহিদ।

এসময়, প্রধান অতিথি সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর লক্ষ থেকে বাণী পাঠ করান।
অনুষ্ঠানে দক্ষিণ ও পূর্ব এশিয়ার ইসলামী দেশগুলোর মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ এর ও পরিবেশ সৃষ্টির মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব ও সুযোগ নিয়ে আলোচনা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

Click on below link to view the original piece of the article:–
WIEF এবং SEACO ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ঢাকা রাউন্ড টেবিল ২০১৯