রাজধানীর হোটেল সিক্স সিজনে গত রবিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় ‘ওআইসি’র দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর ভূমিকা শক্তিশালীকরণ’ শীর্ষক আলোচনা সভা। অনুষ্ঠানটির আয়োজক ছিলো দক্ষিণ পূর্ব এশীয় কো-অপারেশন ফাউন্ডেশন (সিয়াকো) এবং ওআইসি স্টাডি গ্রুপ বাংলাদেশ।

অনুষ্ঠানে আলোচনার মূল বিষয়বস্তু ছিল দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলো কীভাবে ওআইসিতে আরও বেশি প্রভাব ফেলতে পারে এবং কীভাবে ওআইসি গ্লোবাল ট্রেন্ডসে আরও বেশি ভূমিকা রাখতে পারে। পাশাপাশি সিয়াকো ফাউন্ডেশনের সাম্প্রতিক কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সাবেক স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রী ডা. তানস্রী সৈয়দ হামিদ আলবার, সিয়াকো ফাউন্ডেশনের চেয়ারম্যান রাষ্ট্রদূত মোহাম্মদ মহসিন, নির্বাহী চেয়ারম্যান সিয়াকো ফাউন্ডেশন সালাহউদ্দিন কাসেম খান, প্রেসিডেন্ট লিড এবং কো-অর্ডিনেটর ওআইসি স্টাডি গ্রুপ আশফাক জামান এবং দেশের অন্য গণ্যমান্য ব্যক্তিরা।

ডা. তানস্রী সৈয়দ হামিদ দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোতে ওআইসির সক্রিয় ও বৃহত্তর ভূমিকার বিষয়ে একটি মূল বক্তব্য উপস্থাপন করেন। সিয়াকো ফাউন্ডেশনের চেয়ারম্যান রাষ্ট্রদূত মোহাম্মদ মোহসিন কীভাবে ওআইসির বিশ্বব্যাপী অর্থনীতিতে বৃহত্তর ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে আলোচনা করেন। সিয়াকো ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান সালাহউদ্দিন কাসেম খান সিয়াকো ফাউন্ডেশনের সাম্প্রতিক ঘটনাবলী এবং তাদের এগিয়ে যাওয়ার উপর অন্তর্দৃষ্টি দেওয়া নিয়ে আলোকপাত করেন।

আরও পড়ুন: সখীপুরে স্কুলছাত্রীকে আড়াইমাস আটকে রেখে ধর্ষণ করেছে ফুপা!

অধিবেশনটি পরিচালনা করেন লিডের প্রেসিডেন্ট আশফাক জামান। তিনি মূল বিষয়গুলো সংক্ষেপে ও ওআইসি স্টাডি গ্রুপ সম্পর্কে আলোচনা করেন। এ ছাড়া, একটি মুক্ত মডারেশন সেশন ছিল যেখানে বিশেষ অতিথি এবং রাষ্ট্রদূতরা আলোচনা করেন। গোলটেবিল অধিবেশনটি রাত সাড়ে ৮টায় শেষ হয়।

Click on below link to view the original piece of the article:–
‘ওআইসি’র দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর ভূমিকা শক্তিশালীকরণ’ শীর্ষক আলোচনা সভা