চতুর্থ শিল্পবিপ্লবকে সামনে রেখে তথ্যপ্রযুক্তিনির্ভর কার্যক্রমের সঙ্গে নিজেদের যুক্ত করতে চায় দক্ষিণ-পূর্ব এশীয় সহযোগিতা ফাউন্ডেশন (সিয়াকো) এবং ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম (ডব্লিউআইইএফ)। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দু’দিনের গোলটেবিল আলোচনায় এসব কথা জানায় তারা। অনুষ্ঠানে আঞ্চলিক সহযোগিতা : রূপান্তর বা পরিবর্তনের অর্থনীতি, প্রযুক্তি বিশ্বে হালাল খাবার, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও সার্বিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সেখানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ পরিবেশ সৃষ্টির মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সিয়াকো ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান সালাহউদ্দিন কাসেম খান, সিয়াকো ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ডব্লিউআইইএফের তান সিরি ওয়ান, মোহাম্মদ জাহিদ প্রমুখ। এ ছাড়া প্রথম দিনের চারটি সেশনে দেশ-বিদেশের আলোচকরা অংশ নেন।
Click on below link to view the original piece of the article:–
চতুর্থ শিল্পবিপ্লবে একসঙ্গে কাজ করবে সিয়াকো এবং ডব্লিউআইইএফ