ডব্লিউআইইএফ এবং এসইএসিও ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আঞ্চলিক সহযোগিতা ও পরিবর্তনের অর্থনীতি বিষয়ে ‘ঢাকা গোলটেবিল বৈঠক-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিয়াকো ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান সালাহউদ্দিন কাসেম খান, সিয়াকো ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ডাব্লিউওয়াইইএফ-এর তান সিরি ওয়ান মোহাম্মদ জাহিদ।
প্রধান অতিথি সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর পক্ষ বাণী পাঠ করেন।
অনুষ্ঠানে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ইসলামী দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ পরিবেশ সৃষ্টির মাধ্যমে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব ও সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
চারটি সেশনে বক্তারা অবকাঠামো উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, সরকারি ও বেসরকারি সেক্টরের সহযোগিতা, বিশ্বব্যাপী দ্রুত উন্নয়নে ইসলামী অর্থনীতির বিভিন্ন দিকের বাস্তবায়নের সুযোগ সৃষ্টি ও বাস্তবায়নের উপর জোর দেন।
আধুনিক প্রযুক্তির উন্নয়নের যুগে হালাল শিল্পের বিকাশ ও অর্থনৈতিক কার্যক্রম নিয়েও সেখানে আলোচনা হয়।
সমাপনী অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Click on below link to view the original piece of the article:–
ডব্লিউআইইএফ-এসইএসিও ফাউন্ডেশনের গোলটেবিল বৈঠক-আঞ্চলিক সহযোগিতা ও পরিবর্তনের অর্থনীতি নিয়ে আলোচনা